1. [email protected] : admi2017 :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

স্বাস্থ্যবিভাগের ১২ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

  • আপডেট টাইম : শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৮০১ বার
ফাইল ছবি

স্বাস্থ্যবিভাগের ১২ কর্মকর্তাকে উপ-পরিচালক/সমমান পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের (পারসোনাল শাখা-২) যুগ্ম সচিব এ কে এম ফজলুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন মাদারীপুরের সিভিল সার্জন ডা. দিলিপ কুমার দাস, সিরাজগঞ্জ সদর হাসপাতালের সংযুক্ত তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা, চট্টগ্রাম ফৌজদারহাট আইএইচটির অধ্যক্ষ (চলতি দায়িত্ব) ডা. মো. মাহফুজুল হক, কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. ফরিদুল আলম, ফরিদপুরের সিভিল সার্জন ডা. অরুণ কান্তি বিশ্বাস, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) ডা. সুলতান অাহমেদ, স্বাস্থ্য অধিদফতরের (ওএসডি) ডা.ঈষিতা হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের (ওএসডি) ও নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্ত ডা. মো. খলিল উল্লাহ, সহকারী পরিচালক, পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ ডা. কমল রতন সাহা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. এ টি এম এম মোর্শেদ, কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.পুচনু, ম্যাটস ঝিনাহদাহের সহকারী পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার।

 

সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের বিভাগীয় পদোন্নতির সুপারিশক্রমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের ওই ১২ কর্মকর্তাকে (জাতীয় বেতন স্কেল ২০১৫-এর চতুর্থ গ্রেডে ৫০,০০০-৭১,২০০/বেতনক্রমে) উপ-পরিচালক/সমমান পদে পদোন্নতি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2019 Blog Theme
Customized By BlogTheme