বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

যাত্রীদের খোঁজ নিলেন রেলমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৫৮৭ বার
রেলমন্ত্রী

ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের যাত্রাবিষয়ক সার্বিক খোঁজ-খবর নিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার বিকেলে কমলাপুর স্টেশনে ঘরমুখো রেলযাত্রীদের খোঁজ নেন তিনি।

স্টেশনের ৩নং প্লাটফর্মে অপেক্ষমাণ চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। এ সময় যাত্রীদের অভিযোগ আছে কিনা তা তিনি জানতে চান।

রেলযাত্রীদের সঙ্গে কথা বলার পর মন্ত্রী বলেন, সঠিক সময় সব ট্রেন ছেড়ে যাচ্ছে কিনা, কর্মকর্তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন কিনা, যাত্রীদের অভিযোগ ও পরামর্শ শুনতে এসেছি।

তিনি বলেন, কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীরা সন্তুষ্ট। দু-একটি ছাড়া সব ট্রেন সঠিক সময়ে চলাচল করছে।

প্রতিদিন কমলাপুরে ১৬৮টি ট্রেন যাওয়া আসা করে। সব ট্রেনেরই শিডিউল ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। আশা করছি যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে না।

মুজিবুল হক বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবার স্পেশাল ট্রেনসহ অতিরিক্ত কোচ চালু করা হয়েছে। আমাদের সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..