রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৮৬০ বার

মুক্ত আসর চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পথশিশুদের জন্য ভিন্ন ধারার সহযাত্রীক স্কুল এতে অংশগ্রহণ করে।

স্বাধীনতা দিবস উপলক্ষে ৩১ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। স্কুলের শিশুরা ফুলেল শুভেচ্ছার মধ্যদিয়ে বরণ করে নেয় অতিথি এবং বিচারকদের।

বিচারের দায়িত্বে ছিলেন নুসরাত জাহান মিশু, আহমেদ করিম এবং পৃথীষ্টা বৈদ্য।

সকাল সাড়ে ১০টায় শুরু হয় প্রতিযোগিতা। সময় বেধে দেওয়া হয় এক ঘণ্টা। ৩২ শিশু অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।

পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুরা নাচ, গান, আবৃত্তি ও অভিনয়ের মাধ্যমে মাতিয়ে রাখে উপস্থিত সবাইকে।

সাংস্কৃতিক পর্ব শেষে দুই গ্রুপের ছয়জনকে বিশেষ পুরস্কার তুলে দেন বিচারকমণ্ডলী। বাকিদের রং পেন্সিল বক্স উপহার হিসেবে তুলে দেন মুক্ত আসরের বন্ধুরা। সবশেষে বিচারকদের হাতে ‘স্বপ্ন ৭১’ ম্যাগাজিন তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Newstime
Theme Download From ThemesBazar.Com