আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে একটি বোমা হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় আরো নয়জন আহত হয়েছে। খবর প্রেস টিভির।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার নিরাপত্তাকর্মীরা একটি ব্যাংক থেকে বেতন সংগ্রহ করার সময় এক হামলাকারী একটি বিস্ফোরক ডিভাইস ব্যাংকের বাইরে রেখে দেন। পরে বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে।
কাবুল পুলিশের প্রধান মুখপাত্র বসির মুজাহিদ জানিয়েছেন, কাবুল ব্যাংকের শাখা লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। ওই এলাকাটি মার্কিন দূতাবাস থেকেও বেশি দূরে নয়।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুলে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে তালেবান জঙ্গি গোষ্ঠী। বিশেষ করে মাসের শেষের দিকে ব্যাংকগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে জঙ্গিরা।
Leave a Reply