তারা বলেন, ‘বন্ধু প্রতীম শান্তি প্রিয় দেশ নিউজিল্যান্ডের দুটি মসজিদে আজ জুমার নামাজে প্রায় একই সময় বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ নির্মম ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় বিশ্ববাসীর মতো আমরাও হতবাক। এ ধরনের ঘটনা নিউজিল্যান্ডে নতুন হলেও সাম্প্রতিক বিশ্বের কোনো কোনো দেশে প্রত্যক্ষ করা যাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলেও তারা মসজিদে প্রবেশ করার আগ মুহূর্তেই এ হামলার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পায় তারা। তাদের কোনো ক্ষতি না হওয়ায় আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা মনে করি, সন্ত্রাসীদের কোনো দেশ, দল ও ধর্ম নেই। তাদের একটিই পরিচয় তারা সন্ত্রাসী। গুটি কয়েক সন্ত্রাসীর কাছে শান্তি প্রিয় বিশ্ববাসী জিম্মি হয়ে থাকতে পারে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতি, ধর্ম, দল-মত-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আমরা আশা করি নিউজিল্যান্ড সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেবে।তারা বলেন, ‘বন্ধু প্রতীম শান্তি প্রিয় দেশ নিউজিল্যান্ডের দুটি মসজিদে আজ জুমার নামাজে প্রায় একই সময় বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ নির্মম ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় বিশ্ববাসীর মতো আমরাও হতবাক। এ ধরনের ঘটনা নিউজিল্যান্ডে নতুন হলেও সাম্প্রতিক বিশ্বের কোনো কোনো দেশে প্রত্যক্ষ করা যাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলেও তারা মসজিদে প্রবেশ করার আগ মুহূর্তেই এ হামলার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পায় তারা। তাদের কোনো ক্ষতি না হওয়ায় আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা মনে করি, সন্ত্রাসীদের কোনো দেশ, দল ও ধর্ম নেই। তাদের একটিই পরিচয় তারা সন্ত্রাসী। গুটি কয়েক সন্ত্রাসীর কাছে শান্তি প্রিয় বিশ্ববাসী জিম্মি হয়ে থাকতে পারে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতি, ধর্ম, দল-মত-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আমরা আশা করি নিউজিল্যান্ড সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেবে।তারা বলেন, ‘বন্ধু প্রতীম শান্তি প্রিয় দেশ নিউজিল্যান্ডের দুটি মসজিদে আজ জুমার নামাজে প্রায় একই সময় বন্দুকধারী সন্ত্রাসীদের গুলিতে তিন বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। এ নির্মম ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় বিশ্ববাসীর মতো আমরাও হতবাক। এ ধরনের ঘটনা নিউজিল্যান্ডে নতুন হলেও সাম্প্রতিক বিশ্বের কোনো কোনো দেশে প্রত্যক্ষ করা যাচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ক্রিকেট দলের সদস্যরা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে গেলেও তারা মসজিদে প্রবেশ করার আগ মুহূর্তেই এ হামলার ঘটনা ঘটে। এতে অল্পের জন্য রক্ষা পায় তারা। তাদের কোনো ক্ষতি না হওয়ায় আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা মনে করি, সন্ত্রাসীদের কোনো দেশ, দল ও ধর্ম নেই। তাদের একটিই পরিচয় তারা সন্ত্রাসী। গুটি কয়েক সন্ত্রাসীর কাছে শান্তি প্রিয় বিশ্ববাসী জিম্মি হয়ে থাকতে পারে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতি, ধর্ম, দল-মত-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আমরা আশা করি নিউজিল্যান্ড সরকার সন্ত্রাসীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেবে।
Leave a Reply