1. [email protected] : admi2017 :
  • সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন

  • আপডেট ৩ সেকেন্ড আগে

নেইমারের ‘অভিনয়’ লোক হাসায়

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ৬০০ বার

এ বিশ্বকাপটা তাঁর নায়ক হওয়ার উপলক্ষ হতে পারত। ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্ন বাঁধা ছিল তাঁর পায়ে। কিন্তু রাশিয়া থেকে কী নিয়ে ফিরলেন নেইমার? বিশ্বকাপ-স্বপ্ন তো থেমেছে কোয়ার্টার ফাইনালে, নেইমার হয়েছেন সমালোচিত। ফর্মের কারণে হলেও হয়তো কথা ছিল, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যে সমালোচিত তাঁর ‘অভিনয়’গুণের কারণে। সমালোচকের সেই দলে কাল যোগ দিলেন ফিফার প্রধান ডেভেলপমেন্ট কর্মকর্তা মার্কো ফন বাস্তেন। হল্যান্ডের সাবেক স্ট্রাইকার মনে করছেন, ‘অভিনয়’ করে শুধু শুধুই লোক হাসাচ্ছেন নেইমার।

কাল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের (টিএসজি) সংবাদ সম্মেলনে ফন বাস্তেন বলেছেন, ‘(নেইমারের) মানসিকতাটা মোটেও ইতিবাচক নয়। আপনাকে চেষ্টা করতে হবে নিজের সেরাটা দেওয়ার এবং দেখাতে হবে খেলোয়াড়ি দৃষ্টিভঙ্গি। বেশি নাটুকেপনা করলে শেষে নিজেকেই বিপদে পড়তে হবে।’

এই সুযোগে একটু মজাও করে নিলেন ১৯৮৮ সালে ইউরোজয়ী ডাচ দলের স্ট্রাইকার, ‘খেলাটায় একটু হাস্যরস থাকা ভালো। ইতিবাচক দিক হলো সে (নেইমার) লোকজনকে হাসাতে পারছে।’

নিউজটি শেয়ার করুন...

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© All rights reserved 2018 Top-News
Design & Developed BY ThemesBazar.Com