1. [email protected] : admi2017 :
  • শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

  • আপডেট ৩ সেকেন্ড আগে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ হাজার ইয়াবাসহ ৩ আনসার সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৬০২ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি বাজার এলাকা থেকে ইয়াবাসহ আনসার বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাতে ১৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানার পুলিশ। আজ মঙ্গলবার তিন আনসার সদস্যকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. আজিজুর রহমান (২৫), মো. নুরুল ইসলাম রনি (২০), মো. জসিম উদ্দিন (২৪)। তাঁরা কক্সবাজারের সদর থানার বাসিন্দা।

গ্রেপ্তার তিনজন আনসার বাহিনীর বিশেষ সদস্য বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।

ওসি বলেন, নুরুল ইসলাম চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন সোনালী ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে কর্মরত। অন্য দুজন তালিকাভুক্ত আনসার সদস্য। বর্তমানে চাকরিবিরতিতে আছেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল্লাহ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার তিনজন প্রত্যেকে পাঁচ হাজার ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। বিভিন্ন কৌশলে গতকাল রাত সাড়ে আটটার দিকে তাঁরা ভাটিয়ারি বাজারে এসে ঢাকাগামী বাসের জন্য যাত্রীছাউনিতে অপেক্ষা করছিলেন। এ সময় সন্দেহ হলে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। ইয়াবাগুলো আনুমানিক দাম ৪৫ লাখ টাকা বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© All rights reserved 2018 Top-News
Design & Developed BY ThemesBazar.Com