1. [email protected] : admi2017 :
  • শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

  • আপডেট ৩ সেকেন্ড আগে

এক কলেজে একজনই পরীক্ষার্থী, তিনিও ফেল!

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৬০৬ বার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাজী নূরুল ইসলাম কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ বছর মিরপুর উপজেলায় এইচএসসি সাধারণ শাখা থেকে ১৩টি কলেজের ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭৮ জন পাস করেছেন। গড় পাসের হার ৫৮ দশমিক ৬৩ শতাংশ।

এ বিষয়ে হাজী নূরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৭ জন শিক্ষক রয়েছেন। গত বছর এইচএসসি পরীক্ষায় দুজন অংশ নিয়ে একজন পাস করেছিলেন। এ বছর একজন পরীক্ষার্থী অংশ নেন। তিনি ফেল করেছেন।

কলেজটিতে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই জানিয়ে অধ্যক্ষ বললেন, কলেজে উচ্চমাধ্যমিকে বর্তমানে ১৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

নিউজটি শেয়ার করুন...

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© All rights reserved 2018 Top-News
Design & Developed BY ThemesBazar.Com