সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান আর মোসাদ্দেক হোসেন সৈকত- চব্বিশ ঘণ্টা আগে ঘোষিত জাতীয় দলের চার জন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের দল আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ মোহামেডানে বিশ্বকাপ স্কোয়াডের একজন মাত্র ক্রিকেটার, লিটন দাস- যিনি আজ নেই একাদশে।
মূলত এই পাঁচ উইলোবাজের ব্যাটিং দেখতেই আজ সাত সকালে সাভারের বিকেএসপি চলে গেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। উদ্দেশ্য কে কেমন করে? তা নিজ চোখে দেখে নেয়া। প্রথম সেশনেই সৌম্য ছাড়া আবাহনীর বাকি তিন ব্যাটসম্যান সাব্বির, মোসাদ্দেক ও মিঠুন খেলেছেন সহজাত ভঙ্গিমায়, তুলে নিয়েছেন ফিফটি। যা কি-না নির্বাচকদেরও জন্যও স্বস্তির।
সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান আর মোসাদ্দেক হোসেন সৈকত- চব্বিশ ঘণ্টা আগে ঘোষিত জাতীয় দলের চার জন প্রতিষ্ঠিত ব্যাটসম্যানের দল আবাহনী লিমিটেড। প্রতিপক্ষ মোহামেডানে বিশ্বকাপ স্কোয়াডের একজন মাত্র ক্রিকেটার, লিটন দাস- যিনি আজ নেই একাদশে।
মূলত এই পাঁচ উইলোবাজের ব্যাটিং দেখতেই আজ সাত সকালে সাভারের বিকেএসপি চলে গেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। উদ্দেশ্য কে কেমন করে? তা নিজ চোখে দেখে নেয়া। প্রথম সেশনেই সৌম্য ছাড়া আবাহনীর বাকি তিন ব্যাটসম্যান সাব্বির, মোসাদ্দেক ও মিঠুন খেলেছেন সহজাত ভঙ্গিমায়, তুলে নিয়েছেন ফিফটি। যা কি-না নির্বাচকদেরও জন্যও স্বস্তির।
Leave a Reply