পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের সংগঠনগুলোর মধ্যে অন্যতম পুরনো সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। পর্তুগালের প্রাচীন রাজধানী পোর্তোয় স্থানীয় সময় শুক্রবার রাত ৯টায় পোর্তো সিটি কর্পোরেশনের মালিকানাধীন থিয়েটার স্যা দি বান্দেইরা’তে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশি সিনেমা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবনের রাষ্ট্রদূত রুহুল অালম সিদ্দিকী। এছাড়াও রাষ্ট্রদূতের সহধর্মিণী রিমা অারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যৌথভাবে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন তৌহিদুল ইসলাম এবং কপিল উদ্দীন ভূইয়া শাকিল। নবগঠিত কমিটির সভাপতি শাহ অালম কাজল, সাধারণ সম্পাদক অাব্দুল অালিম এবং সাংগঠনিক সম্পাদক মোহাব্বত আলম টিপুসহ মোট ৬১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যদের এ সময় ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এর অাগে, পোর্তো শহরের একটি রেস্টুরেন্টে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল অালম সিদ্দিকীর সম্মানে নৈশ্যভোজের অায়োজন করেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ। অভিষেক অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূতকে সম্মান সূচক ক্রেস্ট প্রদান করেন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর নেতৃবৃন্দ।
বিদায়ী বছরে বিজয় দিবসে ঘোষিত হয়েছিল বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর (২০১৮-২০১৯) দুই বছর মেয়াদি নতুন কমিটি।
Leave a Reply