নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে চলমান আন্দোলন সম্পর্কে গণমাধ্যমকর্মী ও দেশবাসীকে সাংবাদিক সমাজের বক্তব্য অবহিত করার জন্য সংবাদ সম্মেলন আহ্বান করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আগামী মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব দ্বিতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সম্মেলনে যোগদানের জন্য বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply