1. [email protected] : admi2017 :
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

সরকারি জায়গা দখল, আ.লীগ নেতার কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
  • ৮৯১ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকারি জায়গা দখলের চেষ্টায় কাউসার আহমেদ শিবু নামে এক আওয়ামী লীগ নেতাকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি বাইন হীরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত শিবু ওই উপজেলার পৌর আাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ভূমি অফিস সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা শিবু দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলা সদরে একটি সরকারি খাস জমি দখলে নেয়ার জন্য পাঁয়তারা করছিলেন। এ নিয়ে ভূমি অফিস থেকে তাকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। সর্বশেষ সোমবার তিনি ওই জমিতে সীমানাপ্রাচীর দিতে গেলে সদর ভূমি অফিসের নায়েব আশফাকুর রহমান ঘটনাস্থালে গিয়ে তাকে বাধা দেন।

এ নিয়ে বাক-বিতণ্ডার একপর্যায়ে শিবু নায়েব আশফাকুরের গায়ে হাত তোলেন। এ ঘটনায় শিবুকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।

নবীনগর উপজেলার সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিেেস্ট্রট মৌসুমি বাইন হীরা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..