এখন থেকে জংশেন এবং হুন্দাই এর সব লেটেস্ট মডেলের মোটরসাইকেল বিক্রয় ডটকমের মাধ্যমে আগ্রহীরা কিনতে পারবেন। এ লক্ষ্যে সোমবার বিক্রয় ডটকম এবং রূপসা ট্রেডিং কর্পোরেশনের (জংশেন/হুন্দাই মোটরসাইকেল) মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
বিক্রয় ডটকমের কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে রূপসা ট্রেডিং কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর কাউসার আহমেদ এবং বিক্রয় ডটকমের হেড অব ক্যাটাগরি ম্যানেজমেন্ট ইসা আবরার আহমেদ সই করেন।
এই চুক্তির ফলে রূপসা ট্রেডিং কর্পোরেশন বিক্রয় ডটকমের সঙ্গে আগামী দুই বছর কাজ করবে। গ্রাহকরা বিক্রয় ডটকমে ২০১৭ সালের ১৯টি নতুন মডেলের জংশেন এবং হুন্দাই এর মোটরসাইকেল পাবেন।
এ বিষয়ে বিক্রয় ডটকমের হেড অব ক্যাটাগরি ম্যানেজমেন্ট ইসা আবরার আহমেদ বলেন, বিক্রয়ে আমরা সবসময় গ্রাহকদের জন্য নতুন উদ্ভাবনী সুবিধা নিয়ে আসার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবার আমরা রূপসা ট্রেডিং কর্পোরেশনের সঙ্গে যুক্ত হয়ে নিয়ে এসেছি নতুন মোটরসাইকেল।
Leave a Reply