রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
চট্টগ্রামের কর্ণফুলী থানার পুরাতন ব্রিজঘাট এলাকায় একটি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে চার হাজার কেজি জাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন।
রোববার (১ এপ্রিল) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার পুরাতন ব্রিজঘাট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ফিসিং বোট তল্লাশি করে আনুমানিক সাড়ে চার হাজার কেজি জাটকা জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাটকা ফিশারি কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় গরিব-দুস্থদের মাঝে এবং এতিমখানায় বিতরণ করা হয়।
Leave a Reply