রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
রাজশাহী নগরীকে নিষিদ্ধ পলিথিন মুক্ত করার ঘোষণা দিয়েছেন মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। নগরীকে দুষণমুক্ত রাখতে রোববার এ ঘোষণা দেন মেয়র।
দুপুরে নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে নগরীল মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে।
মেয়র বলেন, নগরীর উন্নত ড্রেনেজ ব্যবস্থার ফলে বর্ষায় তেমন জলাবদ্ধতা হয়নি। তবে পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্ট করছে পলিথিন। নগরবাসী এসব পলিথিন ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেন। এর একটি বড় অংশ ড্রেনে চলে আসায় বন্ধ হচ্ছে নিষ্কাশন নালা। নিষিদ্ধ পলিথিন ব্যবহারে নগরবাসীকে সচেতন হবার পরামর্শ দেন মেয়র।
নগরীকে বাসযোগ্য করে গড়ে তুলতে ‘ভিশন ২০৫০’ মহাপরিকল্পনার কথা জানান মেয়র। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে নগরীতে জনসংখ্যার চাপ বড়ছে। এখন নগরীর ব্যর্জ ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ। এরই অংশ হিসেবে আগামী মাসে বাসায় বাসায় তিন রঙের ডাস্টবিন দেবে সিটি কর্পোরেশন। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে মেডিকেল বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের দেয়া হবে প্রশিক্ষণ।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মামুনুর রশীদ, বারিন্দ মেডিকেল কলেজের উপ-পরিচালক গোলাম মুর্ত্তুজা, রাজশাহী নগর ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. এসএমএ মান্নান, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি মো. রবিউল আলম মিলু, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার আনিসুর রহমান।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমের পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন-রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। সেমিনারে রাসিকের কাউন্সিলর, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
Leave a Reply