1. [email protected] : admi2017 :
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

  • আপডেট ৩ সেকেন্ড আগে

কুড়িগ্রাম থেকে ‘স্বপ্নের বাংলাদেশ’-এর যাত্রা

  • আপডেট টাইম : সোমবার, ২৩ জুলাই, ২০১৮
  • ৫৪৩ বার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নের বাংলাদেশ’ এর যাত্রা শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাগলার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক জোড়া পায়রা উড়িয়ে ‘স্বপ্ন আমার, সমৃদ্ধ দেশ’ স্লোগানে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ জাফর আলী।

পরে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ‘স্বপ্নের বাংলাদেশ’-এর নির্বাহী পরিচালক ও রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ সংগঠনটির উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরেন। এর আগে মনিটরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সাবেক সাংসদ জাফর আলী, ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ কবির, সংগঠনটির অতিরিক্ত নির্বাহী পরিচালক আবু ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ কৃতী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দুই শিক্ষার্থীকে সংগঠনের পক্ষ থেকে বৃত্তির ব্যবস্থা করা হয়। স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইদুল ইসলাম মুকুলের উপস্থাপনায় অনুষ্ঠানে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অপর আরও একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানের মাঝামাঝি সময় ছিল উদ্দীপনামূলক কবিতা আবৃত্তি পরিবেশন।

এ ছাড়া মানবতা, সততা ও মুক্তিযুদ্ধের চেতনায় সুখী, সমৃদ্ধ ও উন্নত স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

নিউজটি শেয়ার করুন...

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© All rights reserved 2018 Top-News
Design & Developed BY ThemesBazar.Com