শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় অভিযান চালিয়ে আমদানি-নিষিদ্ধ ৮৭০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। ৮৭০ কার্টনে ৩০৩টি ব্র্যান্ডের মোট ১ লাখ ৭৪ হাজার সিগারেট ছিল।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, দুবাই থেকে জেদ্দা হয়ে সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসএ ৮০২) গত শনিবার ভোর পাঁচটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন, ওই ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ সিগারেট আনা হয়েছে এবং তা বিমানবন্দরের লুকিয়ে রাখা হয়েছে। পরে গোয়েন্দারা জানতে পারেন, বিমানবন্দরের অভ্যন্তরে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় রয়েছে ওই সিগারেট। আজ সকালে শুল্ক গোয়েন্দা দল বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় তল্লাশি চালিয়ে প্রথমে চারটি কার্টন জব্দ করে। কার্টনগুলো ব্যাগেজ বেল্টে এনে সব সংস্থার উপস্থিতিতে খোলা হয়। চারটি বড় কার্টনের মধ্যে ৮৭০ কার্টন সিগারেট ছিল। ৩০৩টি ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। পরে শুল্ক গোয়েন্দারা ওই সিগারেট মালিকবিহীনভাবে জব্দ করেন। এই সিগারেটের দাম প্রায় ৫২ লাখ ২০ হাজার টাকা।
সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করছেন শুল্ক গোয়েন্দারা। আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।