সাভার দেওগাঁও এলাকার উজ্জ্বল রোজারিওর একতলা বাড়ির একটি কক্ষের জানালার গ্রিল কেটে ঘরে ঢোকে চার ডাকাত। এরপর বাড়ির সবাইকে বেঁধে রেখে তিনটি কক্ষের আলমারি ভেঙে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসেট, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে। সবশেষে ফ্রিজে রাখা পানি ও রান্না করা খাবার খেয়ে প্রায় এক ঘণ্টা ধরে বাড়ির সব কিছু তছনছ করে চলে যায়।
গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুটে নিয়েছে বলে পরিবারটি জানিয়েছে।
পরিবারটির সদস্যরা জানায়, ঘরে ঢোকা চারজনের মধ্যে দুজন ছিল মুখাশ পরা। আরো কয়েকজন ডাকাত ঘরের বাইরে পাহারায় ছিল। প্রথমে ডাকাতরা উজ্জ্বল রোজারিওর ছেলে অঙ্কুর রোজারিওর কক্ষে যায়। পরে তারা উজ্জ্বল রোজারিও, তার স্ত্রী মনি রোজারিও, মেয়ে নিশি রোজারিও, ছেলে অঙ্কুর রোজারিও, তার স্ত্রী পূজা কস্তাকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে মারধর করে একটি কক্ষে আটকে সবকিছু লুট করে।
এতেই শেষ নয়, আবারও তাদের বাড়িতে ডাকাতি করা হবে বলে পরিবারের সদস্যদের হুমকি দিয়ে গেছে ডাকাতরা। আর ডাকাতির বিষয়টি পুলিশ বা অন্য কাউকে জানালে পরিবারটির সদস্যদের পথে ঘাটে হত্যা করে মরদেহ গুম করা হবে।
পরবর্তীতে সকালে প্রতিবেশীরা এসে বাড়ির লোকজনকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। খবর পেয়ে সকালেই সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply