ওয়ার্ডপ্রেসে দ্বারা যারা ওয়েবসাইট তৈরী করেন তাদের পেজ পেজিনেশন বা কমেন্ট পেজিনেশন করার দরকার হয়। বেশীরভাগ ডেভেলপাররা কাস্টম ফাংশন তৈরী করে পেজ পেজিনেশন বা কমেন্ট পেজিনেশন ব্যবহার করে থাকে। তবে কাস্টম ফাংশন ছাড়াও খুব সহজে ওয়ার্ডপ্রেসের বিল্টইন পেজিনেশন ফাংশন ব্যবহার করা যায়। ফাংশন দুটি হচ্ছে paginate_links এবং paginate_comments_links।
ফাংশন দুটি সম্পর্কে আরো বিস্তারিত পাবেন ফাংশন দুটির কোডেক্স থেকে।
Leave a Reply