ওয়ার্ডপ্রেসে বাংলা লেখার জন্য সম্প্রতি একটি প্লাগইন রিলিজ হয়েছে। “রয়েল বাংলা কিবোর্ড” নামের প্লাগইন দ্বারা অন্যেকোন সফটওয়্যার বা টুলসের সাহায্যছাড়ায় ওয়ার্ডপ্রেসে বাংলা লেখা যাবে।
এতে ইউনিজয় এবং অভ্র ফনেটিক কিবোর্ড লেআউট রয়েছে। এবং ডিফল্টভাবে ইউনিজয় কিবোর্ড সেট করা আছে। ব্যবহারকারীরা ইচ্ছামত কিবোর্ড পরিবর্তন করে ইংরেজী বা অভ্র ফনেটিক নির্বাচন করে লিখতে পারবে।
Leave a Reply