প্রথমে আমার সালাম নিবেন । আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ । আসা করি সবাই ভাল আছেন । আল্লাহ এর রহমতে আমিও ভাল আছি।
আজকের C program এর চতুর্থ পর্বে আলোচনা করবো কিভাবে user থেকে সংখ্যা নিয়ে তা program এর সাহায্যে যোগ, বিয়োগ, গুন, ভাগ করতে হয় তা নিয়ে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যেকোন দুটি সংখ্যার যোগ, বিয়োগ, গুন, ভাগ করতে হয় নিয়ে। যারা আগের পর্ব তিনটি দেখেন নি তারা নিচের লিঙ্ক থেকে দেখে নিন
আগের পোষ্ট এ আমরা Variable এ কোন সংখ্যা রেখে তা যোগ, বিয়োগ, গুন, ভাগ করেছিলাম। আজকের program এ user থেকে যেকোন সংখ্যা নিয়ে তা যোগ, বিয়োগ, গুন, ভাগ করব। আমরা আগে জেনেছি যে printf output ফাংশন। আজ আমরা একটি input ফাংশন নিয়ে জানবো। তা হলো scanf ফাংশন।
Leave a Reply