বলিউডের রূপালি পর্দার আইটেম গার্ল হিসেবেই পরিচিত বলিউড তারকা সানি লিওন। বলিউড ক্যারিয়ারের শুরু থেকেই পরিশ্রম আর মেধার গুণে একটু একটু করে শোবিজ অঙ্গনে শক্ত করেছেন নিজের অবস্থান। সম্প্রতি একটি সন্তান দত্তক নিয়ে হয়েছেন মা।
তবে এবার ভিন্ন রকমের এক খবরে আলোচিত হচ্ছেন সানি। রূপালি পর্দায় সানি লিওন মানে রগরগে দৃশ্য বা আবেদনময়ী কোনো গান। এবার সে ধারণা পাল্টে দিতে একেবারেই ভিন্নরূপে আসছেন তিনি।
জানা যায়, তার পরবর্তী ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সানি, যার জন্য প্রস্থেটিক মেকআপ নিয়ে নিজের চেহারায় পরিবর্তন আনছেন তিনি। সম্প্রতি ব্যক্তিগত ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে প্রস্থেটিক মেকআপ দেয়া ছবি শেয়ার করে এমন তথ্যই জানিয়েছেন এই বলিউড তারকা।
এর আগে বলিউডে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে নিজের চেহারা বদলেছেন অনেকেই। তাদের মধ্যে ‘পা’ ছবিতে অমিতাভ বচ্চন, ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান, ‘ধুম-২’ ছবিতে হৃত্মিক রোশন। চরিত্রের স্বার্থে চেহারা পরিবর্তন করা তারকাদের তালিকায় এবার নাম লেখালেন সানি লিওন।
Leave a Reply