মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড তারকা শ্রদ্ধা কাপুর অভিনীত নতুন ছবি ‘হাসিনা পার্কার’। মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের জীবনী নিয়ে নির্মিত এ ছবিতে দাউদের বোনের ভূমিকায় অভিনয় করেন তিনি। তবে ছবিটি মুক্তির আগেই একটি দুঃসংবাদ পেলেন শ্রদ্ধা।
একটি ফ্যাশন হাউজ কর্তৃপক্ষ মুম্বাইয়ের আদালতে প্রতারণার অভিযোগ করেছেন শ্রদ্ধার বিরুদ্ধে। কারণ হিসেবে ফ্যাশন হাউজটি উল্লেখ করে, মুক্তির অপেক্ষায় থাকা শ্রদ্ধা কাপুরের নতুন ছবি হাসিনা পার্কারে শ্রদ্ধার পোশাক সরবরাহ করেছে ফ্যাশন হাউজটি।
চুক্তি অনুযায়ী, পোশাকের বদলে প্রতিষ্ঠানটির নাম ছবির ট্রেলার ও অন্যান্য প্রচারণায় ব্যবহার করা হবে বলে কথা দিয়েছিলেন প্রযোজক এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। কিন্তু পরবর্তীতে এ চুক্তি বাস্তবায়ন করেননি তারা।
তাই বাধ্য হয়েই ছবিটির মূল চরিত্রে অভিনয় করা শ্রদ্ধা ও প্রযোজকের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিয়েছে প্রতিষ্ঠানটি।
আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে হাসিনা পার্কার ছবিটি। এতে দাউদ ইব্রাহীমের ভূমিকায় অভিনয় করেন শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর।
Leave a Reply