বিশ্বের প্রথম ‘ফ্লাইং ট্যাক্সি’ উড়ল দুবাইয়ে। সোমবার এ সার্ভিসের পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। বাস্তবেই যদি দুবাইয়ে ফ্লাইং ট্যাক্সি সার্ভিস শুরু হয় তবে এর নিয়ন্ত্রণে থাকবে সংযুক্ত আরব আমিরাতের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি।
চালু হতে যাওয়া এ সার্ভিসের আরও একটি বিশেষত্ব হলো এটি আসলে ড্রোন ট্যাক্সি।
ফ্লাইং ট্যাক্সিটিতে রয়েছে দুটি সিট ও ১৮টি প্রপেলার।
দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, চালকবিহীন মেট্রোর পর বিশ্বের প্রথম ড্রোন ট্যাক্সির পরীক্ষামূলক উড়ালে আমরা আনন্দিত। ইতিবাচক পরিবর্তনের দিকে যাত্রায় আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে এটি তার একটি প্রমাণ হয়ে থাকল।
এভাবে ভবিষ্যতের সঙ্গে একটি সেতুবন্ধন তৈরি হচ্ছে বলেও জানান তিনি।
এ ট্যাক্সিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার সম্পূর্ণ চার্জ হতে দুই ঘণ্টা সময় লাগছে। তবে উৎপাদনে যাওয়ার পর ট্যাক্সিতে যে ব্যাটারি ব্যবহার করা হবে তার সম্পূর্ণ চার্জ হতে আরও কম সময় লাগবে বলেও জানিয়েছেন যুবরাজ।
চালু হওয়ার পর অ্যাপ ব্যবহার করে এ সার্ভিসের সেবা নিতে পারবেন মানুষ।
Leave a Reply