ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র সাংবাদিক এজাজুল হক মুকুলের বাবা এ এইচ হেমায়েত উদ্দীন আর নেই (ইন্নালিল্লাহি ….রাজিউন।)
রোববার ভোরে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি সমাজসেবী হিসেবে এলাকায় সবার কাছে পরিচিত ছিলেন। মরহুম হেমায়েত উদ্দীন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা বাদ আসর বাগেরহাট জেলা সদরের ডেমাগ্রামে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। মরহুমের মৃত্যুতে তার সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।
এদিকে এজাজুল হক মুকুলের পিতার মৃত্যুতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
ডিআরইউ নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply