ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মানিকগঞ্জে বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা করেছে।
মঙ্গলবার মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের এক হাজার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে।
এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন), সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, দিলিপ কুমার আগারওয়ালা, শমী কায়সার ও তাবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু। এছাড়া স্থানীয় সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
উল্লেখ, চলতি মাসের বিভিন্ন সময়ে এফবিসিসিআই থেকে টাঙ্গাইল, জামালপুর, দিনাজপুর ও নওগাঁয় ত্রাণসমাগ্রী বিতরণ করেছে।
Leave a Reply