রাজধানীর দি ইসমাইলি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো তরুণ উদ্যোক্তাদের ক্যারিয়ার ক্যাম্প-২০১৭। ক্যারিয়ার ক্যাম্পটি শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বক্তব্য রাখেন ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড অব আর্লি চাইল্ডহুড অ্যান্ড ডেভেলপমেন্ট ও অভিনেত্রী রাফিয়াহ রশীদ মিথিলা, প্রাইম ব্যাংকের ডিএমডি রাহেল আহমেদ, এফএমসিজি মাল্টিন্যাশনালের হেড অব মার্কেটিং শাহরিয়ার আমিন, মুন্সি এন্টারপ্রাইজের এমডি রাকিব ফখরুল রকি, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসান, আইপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মমিনুল ইসলাম, এডিসন গ্রুপের ডিরেক্টর আহমেদ পাশা, পিঅ্যান্ডজি’র রিজিওনাল সেলস ম্যানেজার গোলাম রায়হান, ডন সামদানি ফ্যাসিলেটেশন অ্যান্ড কনসালটেন্সির চিফ ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন, ফিউচার লিডার্সের চিফ কনসালটেন্ট ও সিইও কাজী এম আহমেদ, আমরা টেকনোলজিসের হেড অব মার্কেটিং সোলায়মান সুখন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ।
অনুষ্ঠানটি স্পন্সর করেছে আইপিডিসি ফাইন্যান্স এবং পাওয়ার্ড বাই কুপারস বেকারি বাংলাদেশ। ক্যাম্পটি ডন সামদানির একটি সিগনেচার ইভেন্ট।
Leave a Reply