অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার রুটিন প্রকাশ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি তা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্স (২০১৩-১৪ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অনুযায়ী, নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) শিক্ষার্থীদের পরীক্ষা ২৩ অক্টোবর হতে শুরু হবে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা শুরু হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টায়।

 

রুটিনের বিস্তারিত জানা যাবে এই লিঙ্কে ক্লিক করে।

উল্লেখ্য, ১০ মাস বিলম্ব কলে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন ঘোষণা করল ঢাবি কর্তৃপক্ষ। আর অধিভুক্ত সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন স্থগিতের একদিন পরেই এই রুটিন প্রকাশ করা হলো। সোমবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আক্তারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে নভেম্বর মাস পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেন শিক্ষার্থীরা।