প্রধান বিচারপতি এস কে সিনহার অসুস্থতা নিয়ে মিথ্যা কথা বলেছেন বলে অভিযোগ তোলা টেলিভিশনের টকশো বক্তাদের ‘অর্বাচীন’ হিসেবে আখ্যা দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক তাদের উদ্দেশ্যে বলেন, ‘মিথ্যা কথা বলার অভ্যাস আপনাদের, আমার নয়।’
রোববার সচিবালয়ে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘টকশোতে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছেন আমি (প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে) মিথ্যা কথা বলেছি। সেক্ষেত্রে আমি সেসব অর্বাচীনকে বলব, কোনো দিনই আমি পেশায় থাকার সময়ও আমার অভ্যাস ছিল না মিথ্যা কথা বলা। আমি যার পুত্র, আপনারা দেখতে পারেন অ্যাডভোকেট সিরাজুল হক (আনিসুল হকের বাবা) সাহেব খারাপ মামলা হলেও কোনো দিন কোর্টে মিথ্যা কথা বলেননি, নো নট টু সাপ্রেস। আমি তার পুত্র, আমি কোনো দিনও মিথ্যা কথা বলিনি।’
‘সেজন্যই আমি চিঠি (প্রধান বিচারপতির ছুটি ও বিদেশ সফরের) পড়ে শোনালাম। একজন প্রধান বিচারপতি নিজ হস্তে সই করা চিঠিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি লেখেন তিনি অসুস্থ, তবে আমি আইনমন্ত্রী হিসেবে অন্য কোনো কথা বলতে পারি না।’
আনিসুল হক বলেন, সেক্ষেত্রে তার (প্রধান বিচারপতি) যে বক্তব্য সেটাই আমি তুলে ধরেছি। যেই সব অর্বাচীন এসব বলে আমি শুধু তাদের জানিয়ে দিতে চাই, মিথ্যা কথা বলার অভ্যাস আপনাদের, আমার নয়।
সংবিধানের ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় নিয়ে ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে শারীরিক অসুস্থতার কথা বলে গত ৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
এর মধ্যে গত ১৩ অক্টোবর রাতে অস্ট্রেলিয়া গেছেন এস কে সিনহা। যাওয়ার সময় সাংবাদিকদের সরবরাহ করা লিখিত বিবৃতিতে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ।
এর পরদিনই তার বিরুদ্ধে নৈতিক স্খলন, অনিয়ম-দুর্নীতিসহ ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সংবলিত দালিলিক তথ্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে হস্তান্তর করেছেন বলে সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানান।
Leave a Reply