বাংলাদেশি মোবাইল অ্যাপ ‘আপনজন সগর্ভা’ অর্জন করল আন্তর্জাতিক সম্মাননা এমবিলিয়নথ অ্যাওয়ার্ড ২০১৭। সম্প্রতি ভারতের দিল্লিতে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়।
বাংলায় গর্ভকালীন তথ্যসমৃদ্ধ ‘আপনজন সগর্ভা’ অ্যাপ ২০১৬ সালে উদ্বোধন করে সামাজিক উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিনেট। অ্যাপটি সহজে ব্যবহারযোগ্য এবং প্রযুক্তি ও উদ্ভাবনীর এক অনন্য মিশেল হিসেবে স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করেছে।
> আরও পড়ুন- উদ্যোক্তা হওয়ার কোন শর্টকাট পথ নেই : অনন্য রায়হান
অ্যাওয়ার্ডের জন্য ডিনেটের দুটি অ্যাপ ‘আপনজন সগর্ভা’ এবং ‘আপনজন কৈশোর’ চূড়ান্ত হিসেবে মনোনীত হয়।
যেকোনো মোবাইল থেকে ১৬২২৭ নম্বরে কল করে নিবন্ধন করা যায় আপনজন সেবা। বাংলাদেশের প্রায় ২০ লাখ গর্ভবতী, নবজাতকের মা এবং পরিবারের সদস্য আপনজন সেবা গ্রহণ করে উপকৃত হয়েছেন।
আপনজন সম্পর্কে বিস্তারিত জানতে www.aponjon.com.bd অথবা আপনজন ফেসবুক www.facebook.com/aponjon.16227 ঠিকানায় ভিজিট করুন।
Leave a Reply